২০২৪-২৫ অর্থবছরে চিকিৎসা, লেখাপড়া ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে জেলা সমাজকল্যাণ কমিটি, মেহেরপুরের মাধ্যমে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এ বছর ১৬৯ জনকে মোট ৪ লাখ ১২ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ, জেলা সমাজসেবা অফিসার ও উপপরিচালক মো. আশাদুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহে জেবিন কেমি, প্রবেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা (রেজি.) অফিসার কাজী আবুল মুনসুর।