মেহেরপুরের লে. কর্ণেল (অঃ) প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুল ওয়াহাব এর উদ্যোগে ফ্রী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চক্ষু রোগ ছাড়াও অন্য রোগীদেরও বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সেবা প্রদান করা হয়।
যশোরের আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ এর চক্ষু বিশেষজ্ঞ এই ফ্রী ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন। পাশাপাশি ঔষুধ চশমা বিনা মূল্যে প্রদান করা হয়। এছাড়াও অপারেশন রোগীদের জন্য সম্পুর্ন বিনা খরচে যশোরে আদ্ দ্বীন মেডিকেল কলেজ এ নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
ফ্রী চক্ষু শিবির ক্যাম্পে যশোরে আদ্ দ্বীন মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ডা. পিকে হালদার ও তার টিম সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের জেনারেল ম্যানেজার রবিউল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীম ফার্মসী।