৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি টিম।
আটকরা হলেন, সদর উপজেলার রাইপুর মধ্যপাড়া এলাকার আল হামদু শেখের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই এলাকার বদর উদ্দীন শেখের ছেলে মফিজুল ইসলাম শেখ (৩৩)।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সাড়ে ৩ টার দিকে তেরঘরিয়া বিজান বিলের সামনে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের ফেনসিডিলসহ আটক করেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জুম্মান খান, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
ওসি সাইফুল আলম বলেন, মাদক পাচার হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।