৭২ বোতল ফেনসিডিলসহ লিয়াকত আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি ইউনিট।
আটক লিয়াকত আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রায়টা গ্রামের জসিম উদ্দীন মন্ডলের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৫ টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়া এলাকার জামতলার মোড় নামক স্থান থেকে তাকে ফেনসিডিলসহ আটক করেন। এসময় তাকে বহনকারী একটি সিএনজি জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার ও সঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করেন।
ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ড বলেন, ভারত থেকে সীমান্ত পার হয়ে ফেনসিডিলের একটি চালান আসছে এমন সংবাদে সেখানে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি ইউনিট। সিএনজিসহ ফেনসিডিলের চালানটি আসলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এক পর্যায়ে পালানো চেষ্টা করে সে। পরে তাকে আটক করে গাড়ির ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফেনিসিডিল উদ্ধারের ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে আসামী লিয়াকত আলীকে হস্তান্তর করা হয়েছে।