৫ গ্রাম হেরোইনসহ মহিবুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) একটি টিম। আটক মহিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৩ নভেম্বর) বিকালের দিকে ডিবি পুলিশের একটি টিম সদর থানার সীশান্তবর্তি হরিরামপুর গ্রামের স্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জুম্মান ,এস আই মহসিন, এএসআই হেলাল, এএসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।