জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা শহরের চারটি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান পরিচালিত হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেহেরপুর জেলা শহরের বড়বাজার এলাকার মেসার্স শাহিন পোল্ট্রি ফিড নামক একটি ডিম বিক্রি প্রতিষ্ঠানকে ডিম বিক্রির পাকা ভাউচার না দেওয়া ও ডিমের মুল্যতালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স শুভ পোল্ট্রি ফিড নামক ডিমের আড়তে পাকা ভাউচার প্রদান না করা ও মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ঔষধ সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে একই আইনের ৪৫ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা ও মেসার্স মিকাইল ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ গো-খাদ্য বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে গো-খাদ্যের সাথে ভেজাল গুড় বিক্রির অপরাধে ৪৩ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
অভিযানে বিশেষ করে ডিমের আড়ত, ফিড, মাছ, সবজি ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সরকারি আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।