মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালিক বিদ্যালয়ে মশা নিধনের ওষুধ স্প্রে করা কয়েকটি মেশিনের এর উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এ সময় বিদ্যালয়ের ছাত্রীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। পরে বিদ্যালয়ের আঙ্গিনাসহ ক্লাসরুম ও চারপাশে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।
পৌর মেয়র বলেন, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে সজাগ তারা। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর সরকারী উচ্চ বালিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদা আলম, পৌর কাউন্সিলর সৈয়দ মুঞ্জুরুল কবির রিপন, আব্দুল্লাহ আল মামুন, শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব , হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সচিব তৌফিকুর আলম, প্রকৌশলী মহাসিন আলীসহ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-নিজস্ব প্রতিনিধি