মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ও সাহারবাটি বাজারে পৃথক অভিযান চালিয়ে বেকারি ও ফার্মেসী, মিষ্টি ব্যবসায়ীর ১২ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার।
আজ বুধবার দুপুরে মেহেরপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন ।
তিনি জানান, চৌগাছা বাজারের মেসার্স স্বপছোয়া বেকারি অস্বাস্থ্যকর প্রক্রিয়ার খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ জিনিস ব্যবহার ও মেয়াদ, মুল্য ওজন, মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানের মালিক নাহারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায়
৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলার সাহারবাটি বাজারে মেসার্স জেরিন ফার্মেসীতে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদিনকে একই আইনের ৫১ ধারায় ৫হাজার টাকা এবং মেসার্স আরাফাত মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজুকে ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সকলকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মশিউর রহমান