ধর্মীয় ভাব-গাম্ভীর্যে অন্যান্য স্থানের মতো মেহেরপুরেও পালিত হচ্ছে ঈদুল আজহা। রবিবার ঈদের নামাজের পর জেলার সবখানে শুরু হয়েছে পশু কোরবানি।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহার নামাজের পর মেহেরপুর জেলা শহর, গাংনী ও মুজিবনগর উপজেলা শহরসহ জেলার প্রতিটি স্থানে পশু কোরবানি শুরু করেছেন।
রবিবার ঈদুল আজহার প্রধান প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। জেলা ও গ্রামের অলিগলিতে পশু কোরবানি শুরু হয়।
মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.) এর সুন্নত অনুসারে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে বুধবার এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।
ঈদগাহ, খোলা মাঠ বা মসজিদে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে সামর্থ্যবান মানুষ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যার যার সাধ্যমতো পশু কোরবানি করছেন।