মেহেরপুরে “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী শহরতলীর বামনপাড়াস্থ সিডিপি মিলনায়তনে মেহেরপুর শহর সমাজ সেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
শহর সমাজ সেবা কর্মকর্তা সোহেল মাহমুদের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী কাদের ফজলে রাব্বি, মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ তালুকদার, সমাজসেবা রেজিষ্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মুনসুর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সদর থানার ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিম, সিডিপির প্রোগ্রাম ডিরেক্টর জন প্রভঞ্জন বিশ্বাস, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি রাহিনুর্ জামান পোলেন, দক্ষতা উন্নয়ন বিভাগের প্রশিক্ষক এস এম রাসেল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, সমাজ সেবাসহ সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খুব সহজেই তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে দেশে দক্ষ জনশক্তি তৈরি হয় এবং তারা নিজেরা স্বাবলম্বি হতে পারে। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে সমাজ সেবা কার্যালয়ে, যাতে করে তরুণ-তরুনীরা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে নিজেকে নিয়োজিত করতে পারে। নতুন এবং যুগপোযোগী ট্রেড প্রশিক্ষণে যুক্ত করার বিষয়ে বক্তারা একমত পোষণ করেন।
সেমিনারে বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী অংশ নেন।