মেহেরপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে দিন ভর অভিযান চালিয়েছে প্রশাসন।
রবিবার সকাল থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় মূল্য বেশি নেওয়ার অভিযোগে ৩ ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর বড়বাজার এলাকায় বাজার মনিটরিং করার সময় চাউল ও পেঁয়াজের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় চাউল ব্যবসায়ী বড় বাজারের আবদুস সাত্তারের ছেলে হাফিজুল এর কাছ থেকে ১০ হাজার টাকা এবং পেঁয়াজের বেশি দামে বিক্রি করায় ফকির মোহাম্মদের ছেলে রকিবুলের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সেখান থেকে ফিরে মেহেরপুর হোটেল বাজারে অভিযান চালানো হয়। সেখানে কোন ব্যবসয়ীকে জরিমানা করা না হলেও সতর্ক করা হয় সবাইকে। সেই সাথে প্রতিটি পণ্যের মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন সহকারী কমিশনার মাইনউদ্দিন।
পরে আমঝুপি বাজারে অভিযান চালানো হয়। আমঝুপি বাজারের চাল ব্যবসায়ী আমজাদ হোসেন কে বেশি দামে চাল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রতন কুমার রায়।
মেপ্র/এমএফআর