মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আবু সালেহ নাসিম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে মোস্তাফিজুর রহমান তুহিনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমীর্রা।
আজ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কাযার্লয় চত্তরে এ কর্মসূচী পালন করে তারা। এক সপ্তাহের মধ্যে তাদের দুজনকে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক জাইমুল হাসান, আব্দুল মোমিন, সংগঠক আশিক রাব্বি, আইনজীবী মিজানুর রহমান-১, মিজানুর রহমান-২, মেহেরপুর তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা পারভীন। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান তুহিন ওরফে তুহিন আরন্য আলোচিত আটলান্টিক হোটেল কেলেঙ্কারির মূল আসামি। এ মামলায় নারীদের অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার ও দেহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশি তদন্ত এবং আসামিদের জবানবন্দিতেও মোস্তাফিজুর রহমান তুহিনের নাম বারবার উঠে এসেছে। মোস্তাফিজুর রহমান তুহিনসহ ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্রও দাখিল করে। এ মামলায় তুহিন এক সপ্তাহ হাজত বাসও করেছেন। জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়া আবু সালেহ নাসিমকে নিয়েও আপত্তি জানান বিক্ষোভকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী মিজানুর রহমান বলেন, আবু সালেহ নাসিম ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই এই সরকারের আমলে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর বোন এখনো এপিপি হিসেবে বহাল আছেন। মেহেরপুরেরর আলোচিত আটলান্টিক কেলেঙ্কারি মামলার চার্জশীটভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান তুহিনকে স্পর্শকাতর নারী ও শিশু নিযার্তন প্রতিরোধ ট্রাইব্যুনালের পিপি হিসেবে কীভাবে নিয়োগ দেওয়া হয় তা আমার বোধগম্য নয়।
অপর আইনজীবী মিজানুর রহমান বলেন, যে দুইজন আইনজীবীকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের হাতে ১০টির বেশি মামলা নেয়। অথচ তাদের গুরত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, জেলা প্রশাসনের সাথে ছাত্র প্রতিনিধিদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছিল, আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করবে না। যতদিন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আজ থেকে ছাত্ররা প্রশাসনকে কোনো সাহায্য করবে না, যতক্ষণ না এই দুর্নীতিগ্রস্থ সরকারি কর্মকর্তাদের অপসারণ করা হয়।
তিনি আরও বলেন, হোটেল আটলান্টিকা ঘটনার আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি। একজন মামলার আসামিকে কীভাবে এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। যদি তিনি এই মামলায় দোষী সাব্যস্ত হন, তাহলে আদালতের মর্যাদায় কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটাই আমরা চিন্তিত। আমরা প্রশাসনকে অবগত করছি, দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান তুহিন ওরফে তুহিন আরন্য একটি স্যাটেলাইট টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে পর্নগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা চলমান। এ মামলায় তিনি এক সপ্তাহ হাজত বাসও করেছেন। এনিয়ে কালের কণ্ঠ অনলাইন সহ বিভিণ্ণ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ওই সময়ে।