মেহেরপুরে গাঁজা সেবনের দায়ে মিকাইল হোসেন ও শ্যামল ইসলাম নামের দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড ও ২শ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ সাজা দেন।
এর আগে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে, এসআই মদন মোহন সাহাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অন্যান্য সদস্যরা পুরাতন পোস্ট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মিকাইল হোসেন ও শ্যামল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম গাঁজা সহ আটক করা হয় ।
আটককৃত মিকাইল মেহেরপুর শহরের মিয়াপাড়ার আব্দুল্লাহ এর ছেলে এবং শ্যামল নতুন শেখ পাড়ার বাবু শেখের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিকাইল হোসেন ও শ্যামল ইসলামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) এর ২১ ধারা মোতাবেক তিন মাস করে কারাদন্ড ও ২শ টাকা করে অর্থদণ্ড করা হয়। পরে সাজাপ্রাপ্ত ২ আসামি তাদের অর্থদণ্ড পরিশোধ করেন।