দু’জন সাজাপ্রাপ্তসহ আদালতের পরোয়ানাভূক্ত ৫ জন পলাতক আসামি গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ পতক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন শনিবার বিকালে প্রেসনোট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর থানার মামলা নং ৩৬ তাং ২৫/০৯/২১, জিআর নং-২৯২/২১ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেরপুর শহরের ৫ নং ওয়ার্ডের হঠাৎপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে মোঃ সহিদুল ইসলাম, সিআর ২৭/২০১৯ মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সদর উপজেলার চাঁদবীল গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু আহমাদ, জিআর ৪১/২০১৯ মামলার পলাতক আসামি কালিগাংনী গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে মোকাদ্দেস ইসলাম, সিআর ৯৭৫/২০২৩ (ঝিনাইদহ কোর্ট) মামলার পলাতক আসামি শিশিরপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোছা: রসিয়া খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
ছাড়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৫(৩)/২৫ ডি আইনে দায়ের করা মামলা নং ৩৭, তারিখ ২৪/১১/২৪ এর এজাহার নামীয় আসামি শোলমারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো: সেন্টু মিয়াকে (৪০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ ফারুখ হোসেন, এসআই (নিঃ) অরুন কুমার দাস, এসআই (নিঃ) শফিকুল ইসলাম শিশু, এসআই (নিঃ) উজ্জল হোসেন, এএসআই(নিঃ) দেবদাস মন্ডল, এএসআই(নিঃ) মোঃ মিরাজুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ হাসান শাহনেওয়াজ, এএসআই(নিঃ) মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স পৃৎক এসব অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত আসামিদের বিকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।