অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরী ও কারখানার মধ্যে উন্মুক্ত খোলা টয়লেটসহ কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি না থাকাসহ বিভিন্ন অভিযোগে গিয়াস মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার ও ক্যারেটে প্রতারণার দায়ে নিউ পল্লীশ্রী জুয়েলার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ও র্যাব-১২ যৌথভাবে শহরের বড়বাজার ও হোটেল বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।
এসময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্পের কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, মেসার্স গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার। কারখানার মধ্যে উন্মুক্ত খোলা টয়লেট। হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ডওয়াস নেই। কর্মচারীদের নেই যথাযথ স্বাস্থ্যবিধি। প্যাকেটজাত দই মিষ্টিতে মানা হচ্ছেনা যথাযথ মোড়কীকরণ আইন। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানার পরিবেশ উন্নত করে স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি তৈরির নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মেসার্স নিউ পল্লী শ্রী জুয়েলার্সে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির ২২ ক্যারেট বলে বিক্রি করা স্বর্ণের দুল পরীক্ষা করে ২০.৪৫ ক্যারেট পাওয়া যায়। ক্যারেটে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।