সত্য প্রকাশে আপসহীন দৈনিক সময়ের আলোর উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে মেহেরপুরে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সময়ে আলোর মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে ও আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম।
এ সময় গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বেনইয়ামিন মুক্ত, প্রথম আলো প্রতিনিধি আবু সাঈদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, বাংলা টিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, দৈনিক লাখো কন্ঠের প্রতিনিধি রফিকুল আলম বকুল, ভোরের ডাক প্রতিনিধি জুরাইস ইসলাম, গ্লোবাল টিভি প্রতিনিধি রাব্বি আহমেদসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।