মেহেরপুরের সামাজিক সংগঠন অংকুরের উদ্যোগে “ধর্ষণের প্রতিবাদে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাস্তায় নেমে মানববন্ধন করে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
বুধবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আব্দুল আল আমিন।
এসময় তিনি বলেন, প্রতিনিয়তই আমরা সোশ্যাল মিডিয়া গুলোতো দেখছি যেখানে সেখানে মা-বোনেরা ধর্ষণ হচ্ছে। এই ধর্ষনের বিষয়টি যেন সামান্য বিষয় হয়ে দাড়িয়েছে। আমাদের বাংলাদেশ এতোটায় বেপরোয়া হয়ে ইঠেছে যে সব সময় ভয়ে থাকতে হয়। কখন না জানি আমার মা-বোন ধর্ষণ হয়।
তিনি আরও বলেন, ধর্ষকদের কোন দৃর্ষমান শাস্তি না হওয়ায়, দিনদিন বেড়েই চলেছে। ধর্ষনের শাস্তি যদি মৃত্যু দন্ড হয় তবে ধর্ষণ কমতে পারে বলে আমি মনে করি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন শাকিল, জাকির, বর্ষণ, শাম্মা, মেঘা, মাইশা, হিমেল, সাজু, শিমু সহ সংগঠনটির আর সদস্যবৃন্দুরা।