“ধর্ষকদের উল্লাস ও ধর্ষিতাদের কান্না আর নয় আর নয়” এই স্লোগান কে সামনে রেখে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর ওয়েব ফাউন্ডেশন ইয়ূথ এসেম্বলি।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে ওয়েভ ফাউন্ডেশন উপ সমন্বয়কারী আব্দুস সালাম এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে যেভাবে শিশু ও নারী নির্যাতন চলছে তা উদ্বেগজনক। ধর্ষকদের উল্লাস ও ধর্ষিতাদের কান্না আর নয় আর নয় এই শ্লোগানকে সামনে রেখে আজ আমরা ইয়ুথ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মানববন্ধন করে যাচ্ছি।
তিনি আরো বলেন, এমন একটি পরিবেশ দাঁড়িয়েছে যেখানে বিচারহীনতার কারণে ধর্ষণকারীরা আইনি ফাঁক ফোকড় দিয়ে পার পেয়ে যাচ্ছে। যার ফলে সারা দেশে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইয়ুথ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ইউনিট ওয়েব ম্যানেজার তারিক কাজী, ও ইয়ুথ সদস্য জাহাঙ্গীর আলম, মিতু আক্তার, জাবেদা খাতুন, সাব্বির হোসেন জিয়া, শামীম জামান, রাবেয়া আক্তার প্রমুখ।