মেহেরপুরে নতুন করে আরও ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যবরণ করেছেন ৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, গাংনীতে ১৩ জন মুজিবনগর ২ জন। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ১৬৪টি। তারমধ্যে ৪০ জন করোনা পজিটিভ। এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ৭৫৮ জন।
তার মধ্যে সদরে ২৬৫ জন, গাংনীতে ৩৮৯ জন এবং মুজিবনগরে ১০৪ জন। এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন ৬৮ জন (শুক্রবার সকাল ৮ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫ জন)।
মৃতদের মধ্যে সদরে ২৫ জন, গাংনী ২৯ জন ও মুজিবনগরে ১৯ জন।
এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।