দীর্ঘদিন পর মেহেরপুরে বেড়েছে করোনায় প্রাদুরর্ভাব। বেশ কিছু দিনের বিরতির পর আবারও মেহেরপুর জেলায় দেখা দিয়েছে করোনা ভাইরাস। যার ফলে আজ মেহেরপুর শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন।
জানা গিয়েছে, সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে ২৪ জনের নমুনা পাঠানো হয়েছিল এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ আসে।
সোমবার রাতে সিভিল সার্জন সূত্রে জানাযায়, আক্রান্ত ৫ জনই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় বর্তমানে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়াও জেলায় এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ৬৮৯ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন করে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর শহরের, বাসস্ট্যন্ড পাড়ার বিলকিস বেগম (৫৫), মনোয়ারা (৬০), মিশন স্কুল পাড়ার আশরাফ আলী (৫৮), মল্লিক পাড়ার শরিফ সানোয়ার (৪৪) ও সদর উপজেলার চাঁদ আলী (৩০)।
সবাই সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান- পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা সহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন।