মেহেরপুরে নতুন করে আজ ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে মেহেরপুর সিভিল সার্জন মেহেরপুর প্রতিদিন কে নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪০৯ জন।
নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৫০ টি। এর মধ্যে ২৩ টি পজিটিভ (সদর-২১, গাংনী -২ )। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৩০০২ টি। এর মধ্যে করোনা পজেটিভ ৪০৯ টি।
মেহেরপুর জেলায় বর্তমানে পজিটিভ কেইস এর সংখ্যা ১৮১ (সদর- ১০৩, গাংনী- ৫৮, মুজিবনগর- ২০ ) জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে- ৯ জন। (সদর-৫, গাংনী- ৩, মুজিবনগর -১)। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ১৯১ জন এর মধ্যে ১২ জন নতুন।
ভিন্ন ভিন্ন সূত্রে পাওয়া আক্রান্তরা হলেন- মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিপুল কুমার মিত্র, মশিউর রহমান, রাশেদুজ্জামান, সদর উপজেলার হরিরামাপুর গ্রামের আলমগীর হোসেন, শহরের কলেজ পাড়ার গোলাম কাউসার, গড়পাড়ার মারুফ হোসেন, কালাম মার্কেটের আবু বক্কর, বোসপাড়ার কোহিনুর, সাইবল হোসেন, হালদারপাড়ার নজরুল ইসলাম, নতুন পাড়ার একেএম হারুনুর রশিদ, পুলিশ সুপার অফিসের আলী কদর, সদর হাসপাতালের নাসিমা খাতুন, বন বিভাগ পাড়ার লুৎফর রহমান, আবীর, সিজিএম কোর্টের শফিকুল ইসলাম, কাশ্যপ পাড়ার আলী হোসেন, ফিরোজা বেগম, এসি ল্যান্ড অফিসের মাবুদ আলী, যাদবপুরের আলমগীর হোসেন লাল্টু মেম্বর, কুতুবপুরের আব্দুল বারী, গাংনী ফুড অফিসের সাইদুর রহমান, বাদিয়াপাড়ার আবুল কাশেম।