মেহেরপুরে নতুন করে আরও ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, গাংনীতে ২১ জন এবং মুজিবনগরে ১৪ জন।
শনিবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ১০৫টি। তার মধ্যে ৪৪জন করোনা পজিটিভ।
এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ৪০৪ জন। তার মধ্যে সদরে ১৪৯ জন, গাংনীতে ১৫৮ জন এবং মুজিবনগরে ৯৭ জন।
এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন ৪০ জন। সদর-১৩, গাংনী-১৮ এবং মুজিবনগর-৯ জন।
তিনি বলেন মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।