গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। জানা যায়, ১৬ টি নমুনার ফলাফল এসেছে এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ।
গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন সূত্রে জানাযায়, আক্রান্ত ৫ জনের মধ্যে এক সদর উপজেলার তিন জন গাংনী উপজেলার ও অপর একজন মুজিবনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় বর্তমানে মোট পজিটিভ সংখ্যা ৪০(সদরে ২৫ জন, গাংনীতে ১৩ জন, মুজিবনগরে ২ জন)।
এছাড়াও জেলায় এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ৭০০ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন করে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর সদরের ঝাউবাড়িয়ার আব্দুল লতিফ (৪১), গাংনী উপজেলা বামন্দীর ইউনুস আলী (২৮), কাথুলির জুবায়েদ হোসেন (২২), জালশুকার রেশমা (৩৫) ও মুজিবনগর উপজেলা আনন্দবাসের ইছারদ্দিন (৫৫)।