মেহেরপুরে নতুন করে র্যাব সদস্য সহ তিনজন করোনা আক্রান্ত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন। আক্রান্তরা হলেন গাংনী র্যাব ক্যাম্পের এএসআই খবির মিয়া (৩৩), মেহেরপুর শহরের কাসারিপাড়ার তেলা মিয়ার স্ত্রী তানিয়া (৩৫) ও কোলা গ্রামের তরিকুল ইসলাম।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন জানান,কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এতে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি সহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ঘোষণার প্রক্রিয়া চলছে।
র্যাব সদস্যকে প্রাথমিক ভাবে ক্যাম্পের রুম আইসোলেশনে রাখা হয়েছে। অন্য আক্রান্ত দুজন তাদের বাড়িতেই থাকবেন।
এ নিয়ে জেলায় মোট ৪২ জন অাক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ্য ২০ জন, মৃত ৪ জন, ১৮ জন চিকিৎসাধিন রয়েছে।
উল্লেখ্য: এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১৫৪৬টি, মৃত্যু – ৪ জন (১ জন নতুন)। সুস্থ্য= ২০ জন (৫ জন নতুন)।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ১৮ জন।