মেহেরপুরে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত কেরেছেন। তিনি জানান, ফলাফল এসেছে ৪১টি যার মধ্যে ১৮জন করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে ১২ জন, গাংনীর ৬ জন । এদিকে উপসর্গ পাওয়ায় নতুন করে নমুনা পাঠানো হয়েছে ৪৬ টি ।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত ২৮৪৪ টি নমুনা পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২৬৬৬ টি। তার মধ্যে পজিটিভ ২৭৮ টি। মারা গেছেন ৮ জন, সুস্থ হয়েছেন ১৫৯ জন এবং ট্রান্সফার্ড করা হয়েছে ২২ জনকে। বর্তমানে পজিটিভ রোগী রয়েছেন ১২৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬৬ জন, গাংনীতে ৪৩ জন এবং মুজিবনগরে ১৭ জন।
ভিন্ন সূত্রে পাওয়া আক্রান্তরা হলেন-গাংনী মালাসাদহের শফিউদ্দিন, রোবেয়া খাতুন , চৌগাছার কামরুল আলম, গাড়াডোব গ্রামের সফিউল ইসলাম, গাংনীর ফুড কর্মকর্তা মতিয়ার রহমান , সাহারবাটির মাসুদ, কাজীপুরের মহাবুর রহমান, মেহেরপুর শহরের নতুন পাড়ার তোজা, সার্কিট হাউস পাড়ার বিজয়, লতিফা খাতুন, মন্ডলপাড়ার রেবেকা খাতুন, গড় পাড়ার তোহা, ঘোষপাড়ার মনি কুমার সাহা, ফুলবাগান পাড়ার সালমা, বোসপাড়ার মহিদুল ইসলাম।