সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগী। জেলায় আবারোও নতুন করে ৭ জনের করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে।
গতকাল বুধবার মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪ জন ও গাংনী উপজেলার ৩ জন।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সংখ্যা দাঁড়াল বর্তমানে ৪৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৩১ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার ২ জন ।
এ নিয়ে মেহেরপুর জেলায় সর্বমোট প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৬ হাজার ২’শ ১৪ টি। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭’শ জন এবং মৃত্যুবরণ করেছে ১৭ জন। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর সদর হসপিটালের নার্স আম্বিয়া খাতুন, বুড়িপোতার চাঁদ আলি, গোভিপুরের সাজেদুন্নেছা, কালি গাংনীর গার্জেল, গাংনী উপজেলা চৌগাছার নিনা (৪১), গোলাম কিবরিয়া (৪৬), রাসেল রানা (২৯) ।