মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে নতুন সড়ক আইন সম্পর্কে জনগনকে অবহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নেতৃত্বে শহরের কলেজ মোড়ে মোটরসাইকেল, বাস, ট্রাক অটোরিক্সা চালকসহ সাধারণ মানুষকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতা কর্মসূচি পালন করেন।
নতুন আইনে কি আছে এ বিষয়ে সচেতন করতে তাদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাদের আগে নতুন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন সকলকে আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুর রহমান, হাসিবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, সার্জেন্ট নাজমুল হাসান, মোজাফফর সহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি