মেহেরপুর জেলাধীন সকল উপজেলায় স্থাপিত নলকূপের পানিতে আর্সেনিক পরিক্ষা বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার বিকাল ০৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকশৌল অধিদপ্তর মেহেরপুর ও এনজিও ফোরাম এ অবহিতকরণ সভার আয়োজন করে।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইয়ারুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহাকারী প্রকৌশলী আব্দুল গাফফার। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, উপজেলার শিক্ষা অফিসার আপিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
সভায় আর্সোনিকোসিস, আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত, আর্সেনিক রোগী সনাক্তকরণের উপায়, আর্সেনিক রোগীর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয় যে, মেহেরপুর সদর উপজেলায় স্থাপিত প্রতিটি নলকূপের নতুন ভাবে পানি পরিক্ষা করে আর্সেনিক নির্ণয় করা হবে। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও ফোরামের পানি সরবরাহ আর্সেনিক ঝুকি নিরশোন প্রকল্পের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন।