মেহেরপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস।
সোমবার (১৬ ই ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ,ফায়ার সার্ভিস ও আনসার ও ভিডিপি।
এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক মেহেরপুর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। পরে সেখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, মোঃ হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।