জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুর ও গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুশ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধনের নেতৃত্বে পুশ্পমাল্য অর্পণ করা হয়। পুশ্পমাল্য শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহ আলী উল্লাহ সোহাগ, দপ্তর সম্পাদক ইব্রাহিম, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ শাকিব, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার নাঈম বায়োজিদ, সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুশ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভাও মনোঙ্গ সাংস্কৃতি আয়োজন করে।
বিকালে একটি বিরাট শোভাযাত্রা গাংনী শহীদ রেজাউল চত্তর থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাতে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি সেন্টু, সম্পাদক অনিক ইসলাম উপস্থিত ছিলেন।
পরে শহীদ রেজাউল চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্টু। সম্পাদক অনিক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এসময় গাংনী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তুরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাতে একই মঞ্চে মনোঙ্গা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।