মউকের উদ্দ্যেগে মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহঃস্পতিবার সকাল ১০ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এস.আই শিবলী রহমান। স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন আলোচনা করা হয়। সভায় মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতনের উপর বিভিন্ন তথ্য বহুল আলোচনা করে সকল ধরনের নির্যাতিতদের পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত সবাই।