মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মোড় এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে এবং মুজিবনগর এলাকা থেকে থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন, জয় খান ও আশিকুর রহমান। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা ওই রেস্টুরেন্টে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন।
শোভনের বাড়ি মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ায়, তিনি আব্দুল মান্নানের ছেলে। জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে এবং আশিকুর রহমানের বাড়ি মুজিবনগর উপজেলায়।
রোববার (৬ এপ্রিল) দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।