মেহেরপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র গরমে একটু স্বস্তি দিতে এবং হিটস্ট্রোক রোধে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানার উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের বিএম মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিনমজুর ও পথচারীদের মাঝে এ শরবত বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা জানান, তীব্র গরমে পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ করা হচ্ছে যা ৭ দিন পর্যন্ত চলমান থাকবে। তীব্র গরমে এক গ্লাস লেবুর শরবত পান করতে পেরে খুশি পথচারীরা।
এসময় উপস্থিত ছিলেন মারুফ সুলতান বর্ষন, মোঃ তাফসীরুল ইসলাম, মোঃ শিশির, মোঃ হালিম, মোঃ সাফি, মোঃ রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।