মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পিপিএম সেবা মোঃ রাফিউল আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শরিফুল ইসলাম।
পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সঞ্চালনা করেন সুলতানা রাজিয়া টনি। এছাড়াও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার বাস্তবায়ন করেন বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর প্রোগ্রামার।