‘পোকা মাকড় রক্ষা করে পাখির জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৪।
আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার সময় মেহেরপুরের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিযায়ী পাখি রক্ষা বিষয়ে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ফাউন্ডেশন এর আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক নাসের চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় উপস্থিত ছিলেন ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ওয়াদুদ, পিজেইউএস এর নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া।
এ সময় বক্তারা বলেন, শীতের শুরুতে বিভিন্ন অতিথি পাখি আমাদের এখানে আগমন ঘটে। অতিথি পাখি অনেক দুর দুরান্ত থেকে এসে আমাদের পর্যটকদের আনন্দ দেয়। অতিথি পাখি বিভিন্ন ক্ষতিকর পোকা মাকড় খেয়ে থাকে। এর ফলে আমাদের ফসল উৎপাদন অনেক বৃদ্ধি পায়। ফসলে কীটনাশক ব্যবহার করার ফলে অনেক অতিথি পাখি মারা যায়। এক শ্রেণির পাখি শিকারি বিভিন্ন মাধ্যমে অতিথি পাখিদের হত্যা করে। আমাদের উচিত অতিথি পাখি সংরক্ষনে এগিয়ে আসা।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।