মেহেরপুর সদর থানা ও গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৩ জন আসামি গ্রেফতার হয়েছে।
সদর থানা পুলিশের অভিযানে চুরির মামলার আসামি সদর উপজেলার কোমপুর গ্রামের জুলমত আলীর ছেলে আবুল কালাম আজাদ, গাংনী থানা পুলিশের অভিযানে মকবুল হোসেন ও শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।