মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ২ জন ও সদর থানা পুলিশের অভিযানে ১ জন রয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, ঝাউবাড়িয়া গ্রামের মোঃ আয়োব আলীর মেয়ে মোছাঃ রঙ্গিলা খাতুন এবং গাংনী উপজেলার গ্রেফতারকৃতরা হলেন বামন্দী নিশিপুরের মৃত আসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম সোহাগ (২২) ও সাহেবনগরের মোঃ লাল্টু এর স্ত্রী মোছাঃ রেখা (৩৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল অভিযানের নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে নেয়া হয়েছে।