মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে জিআর মামলার আসামিসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ২ জন ও গাংনী থানা পুলিশের অভিযানে ৯ জন রয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, কুতুবপুরের মৃত আঃ আজিজের ছেলে মোঃ শামসুল (৫৬) এবং হোটেল বাজারের পিতা-মৃত আব্দুল আজিজের ছেলে রাশেদুর রহমান মামুন (৪৯)।
গাংনী থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, গাংনী পূর্ব মালসাদহের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ আঃ গাফফার (৩৫), পশ্চিম মালসাদহের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ রকিকুল ইসলাম (২৫), ফতাইপুরের মৃত মঙ্গল শেখের ছেলে মোঃ জনি (৪২), হেমায়েতপুরের মৃত ওয়াজ আলীর ছেলে মোঃ হাসেম (৪৫), চৌগাছা মোল্লাপাড়ার মৃত আওলাদ হোসেন মোল্লার ছেলে মোঃ জাকির হোসেন মোল্লা (৬০), রায়পুরের খোশদেল বিশ্বাসের ছেলে মোঃ আব্দুল হান্নান ওরফে হনা (৫০), চাঁদপুরের আবু হানিফের ছেলে রাশিক আহমেদ (২৭), সাদেক আলীর ছেলে আরশেদ আলী (৪২) এবং ভাটপাড়ার মৃত রমজান আলী দওেয়ানের ছেলে খোকন দওেয়ান (৬২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল অভিযানের নেতৃত্ব দেন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।
জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।