মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৪ জন আসামী গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে সদর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ২ ও সিআর মামলায় ১ জন ও মুজিবনগর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ জন আসামী গ্রেফতার করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে আজ শুক্রবার (৮ জুলাই) ভোররাত পর্যন্ত সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এসব আসামী গ্রেফতার হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ ও থানার মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল অভিযানের নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃত আসামীদের আজ শুক্রবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।