শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মেহেরপুর জেলাতে পূজা মণ্ডপগুলোতে আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা ৪০টি পূজা মণ্ডপে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি’র সদস্যরা আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত করা হয়েছে।
গতকাল গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা আনসার ও ভিডিপি অফিস কার্যালয় থেকে জেলার বিভিন্ন স্থানে রওনা দেন আনসার বাহিনীর সদস্যরা।
এ প্রসঙ্গে জেলা কমাণ্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, এ বছর করোনা ভাইরাসের কারনে ংঃধঃরপ ডিউটি না করে মোবাইল ডিউটি করবে আনসার বাহিনী।
এ লক্ষে ৫০ জনের ৫ টি টিম গঠন করা হয়েছে মেহেরপুর জেলায়। এর মধ্যে ৪ টা টিম সার্বক্ষণিক মাঠে এবং একটি টিম রিজার্ভ হিসেবে কাজ করবে।
প্রতিটি টিমে চারটি করে শর্টগান অস্ত্র থাকবে। শারদীয় দূর্গা পূজার নিরাপত্তাদানে সবসময় প্রস্তুত থাকতে নির্দেশ দেন তিনি।