মেহেপুরের মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রাম থেকে ৫০০ গ্রাম গাজা সহ শহিদুল শেখ(৩৫) নামক এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঢোলমারি ছাকিনস্থ হরেনের বটগাছ তলার নিছ থেকে তাকে আটক করা হয়।
আটক শহিদুল শেখ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার থানার জগতনাথপুর গ্রামের নিয়াকত আলীর ছেলে।
অপর দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজার থেকে ২০০ গ্রাম গাজা সহ পাটকেল পতা গ্রামের জান্টুর ছেলে রনি পোদ্দার(২০) কে আটক করে গোয়েন্দা পুলিশের অপর একটি টিম।
পরে বিকাল ৫ টার দিকে করমদি গ্রাম থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ ইবরুল(৫০) কে আটক করে ডিবির অপর এক টি টিম। এ ব্যাপারে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
-নিজস্ব প্রতিনিধি