বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর পৌর বিএনপি।
আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে পৌর বিএনপির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
এ সময় জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আমরা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে আগামী দিনের তারেক রহমানের স্বপ্নের বিএনপি গড়ে তুলব। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যের শক্তি দিয়ে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার শাসনের পতন ঘটিয়েছি। ভবিষ্যতেও সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করব। ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে আমরা দেশ গঠনে এগিয়ে যাব।
সুবিধাবাদী, ধান্দাবাজ ও দালালদের দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। যারা দেশের জন্য, জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই আগামী দিনের তারেক রহমানের স্বপ্নের বিএনপি গড়ে তুলবেন। আমাদের লক্ষ্য একটাই ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে একটি সুশাসিত ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা।
এছাড়াও এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, হাজী ফজলু খান, হাবিব ইকবাল, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিরণ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান প্রধান সড়কে পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা।