মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
শনিবার দুপুরে শুভরাজপুর গ্রামের তুফানের পোল্ট্রি ফার্মে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, শুভরাজপুর গ্রামের মৃত সুরমান আলীর ছেলে, শাহাদাত হোসেন (৫২), আতর আলীর ছেলে আহসান হাবিব (৪৫), ইমাজদ্দিনের ছেলে কুদ্দুস আলী (৬০), মৃত হান্নানের ছেলে জাকির হোসেন (৪৫)।
এদের মধ্যে শাহাদত হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, শুভরাজপুর গ্রামের মজনুর বাড়ির পাশ দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আশরাফুল মেম্বারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করে।
হামলায় আহত আহসান হাবিব বলেন, আমাদের উপর হামলা করেছে মিরন গ্রুপের লোকজন। গ্রামে তারা রাস্তা তৈরী করছে। রাস্তা তৈরিতে মজনু নামের একজনের বাড়িতে বাধা পড়ছে। তাদের কথা বাড়ি ভেঙ্গে রাস্তা তৈরি করা হবে। বাড়ি ভাঙ্গার ক্ষতিপূরণ বা অন্যত্র সরে যেতে সময় কোনটাই তারা দিতে নারাজ। আজকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।একারণে আমরা তুফানের পোল্ট্রি ফার্মে বসেছিলাম হঠাৎ তারা ফার্মে এসে আমাদের উপর হামলা চালায়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।