মেহেরপুর গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুরের চাঁদবিলে ইমপ্যাক্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ কর্মশালার আয়োজন করে।
ইমপ্যাক্ট ফাউণ্ডেশন মেহেরপুরের প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ডা. হাসিব মাহমুদ।
বক্তব্য দেন ফাউণ্ডেশনের প্রশিক্ষক টিপু সুলতান, সোনিয়া সুলতানা, সাংবাদিক তোজাম্মেল আযম, ইয়াদুল মোমিন, মাহাবুব চান্দু, আবু সাঈদ, আতিক স্বপন, মাহবুবুল হক পোলেন, মিজানুর রহমান জনি, মনিরুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে প্রতিবন্ধি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে প্রতিরোধ করা যায় এবং সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে কিভাবে প্রতিবন্ধিতা রোধ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধিতা রোধে ইমপ্যাক্ট ফাউণ্ডেশনের বিভিন্ন কার্যক্রমের চিত্র উপস্থাপন করা হয়।