মেহেরপুর জেলার তিনটি উপজেলায় গণটিকা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ (৭আগষ্ট) শনিবার সকালে স্থানীয় হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন। সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান শাওন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে টিকা প্রদান শুরু হয়। সকলেই স্ব উদ্যোগে টিকা নিতে আসেন। তিনটি উপজেলায় ২৭টি কেন্দ্রে ১২ হাজার ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।মেহেরপুর সিভিল সার্জন নাসিরুদ্দিন বলেন, জেলার ১৮ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় এ টিকা প্রদান কার্যক্রম চলছে । স্বতস্ফুর্তভাবে মানুষ নিজ নিজ কেন্দ্রে টিকা নিতে আসছেন।মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাঃ মুনসুর আলম খান,পুলিশ সুপার রাফিউল আলমসহ একটি বিশেষ টীম টিকা প্রদানের সকল কেন্দ্র পরিদর্শন করছেন বলে জানান জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।