মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করায় শিক্ষার্থীদের পুলিশ এনে ছড়াও হলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত রবিবার থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষক, কর্মচারীরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেন।
এসময় প্রধান শিক্ষক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ডেকে আনেন। তিনি সহ শিক্ষা অফিসের কর্মকর্তাদের বিদ্যালয়ে আসেন। এর বেশ কিছু পরে বিদ্যালয়ে পুলিশ আসে। এরপর ছাত্ররা পুলিশ দেখে বিদ্যালয়ে পুলিশ কেন? শ্লোগানে বিক্ষোভ করে।
এসময় জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন পুলিশ নিয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হন। এসময় জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন শিক্ষার্থীদের বলেন, তোমাদের এ আন্দোলন করার হুকুম দিয়েছে কে ? কোন শিক্ষক এর সাথে জড়িত, তার নাম বলো। নিজেরাও ধ্বংস হচ্ছো অন্য ছোট ভাইদেরও ধ্বংস করছো। তোমরা ছাত্র হবা না মস্তানি করবা। পুলিশ কেন এসেছে তোমাদের জানতে হবে না। তোমরা ক্লাসে ফিরে যাও না হলে তোমাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন বলেন, আমরা বিদ্যালয়ে এসেছি অনিয়ম দুনিতির তদন্ত করবো। শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে ক্লাসে যেতে বলেছি। তবে বিদ্যালয়ে পুলিশের বিষয়ে তিনি বলেন বহিরাগতরা বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাই পুলিশ মোতায়ন করা হয়েছে।