মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের নিজস্ব কার্যালয়ে পানি সম্পদ প্রদর্শন এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সদর ভেটেরিনারি সার্জন সাকিবুল ইসলামের সঞ্চালনায়, জেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা হারিমুল আবিদ, জেলা প্রাণীসম্পদ সম্পাসারন কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণিসম্পদ অফিস কর্মকর্তা রহমতুউল্লহ, বক্তব্য রাখেন সদর উপজেলা চাঁদবিল গ্রামের খামারি তারিকুল ইসলাম। এছাড়াও প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারীরা ও খামারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ প্রদর্শনী ও সমাপনী মেলায় ৫০ টি স্টল ছিল। বিভিন্ন এলাকার খামারিরা, গরু, গাভী, মহিষ ছাগল,গাড়ল, ভেড়া, কবুতর, টার্কি মুরগিসহ বিভিন্ন পশু এই মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।