মেহেরপুরে হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ছয়টার দিকে মেহেরপুর হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন উদ্বোধন করা হয়।
মেহেরপুরে হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন অনুষ্ঠানে উদ্বোধনী করেন মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইদুরতুর নেশা নয়ন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোছাঃ আলো আক্তার, বিউটিশিয়ান শিউলি খাতুন, বিউটিশিয়ান তাসলিমা খাতুন, বিউটিশিয়ান সোনিয়া, মোছাঃ মুন্নি খাতুন।
প্রোঃ রাজু ও মীম জানায় এখানে আইব্রো ফেসিয়াল, কালারিং, হেয়ার কাটিং, ওয়াকিং পার্লারের সমস্ত কাজ করা হয়। এছাড়া মেয়েদের লেহেঙ্গা শাড়ি, ওয়ান পিস, থ্রি পিস, কপাল ড্রেসসহ মেয়েদের যাবতীয় পোশাক পাওয়া যায়।