মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির ভুল সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
কোমরপুর বিজয় নিশান ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলন আজ শনিবার রাতে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বিজয় নিশান ক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আশরাফপুর জনকল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত “মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” আমরা, কোমরপুর বিজয় নিশান ক্লাব গত ০৭/০৭/২৪ ইং তারিখ রবিবার প্রথম রাউন্ডের খেলায় অংশগ্রহণ করি এবং পরবর্তীর সকল ম্যাচ জয় লাভ করে গত ২৯ জুলাই সোমবার সেমিফাইনাল ম্যাচে মেহেরপুর বন্ধু একাদশ ক্লাবের বিপক্ষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। উক্ত খেলায় দ্বিতীয়ার্থে কোমরপুর বিজয় নিশান ক্লাব একটি গোল করে। রেফারি গোলের বাঁশি দেওয়ার পরপরি মেহেরপুর বন্ধু একাদশ রেফারি সিদ্ধান্তকে অমান্য করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা উক্ত টুর্নামেন্টের টাইয়ের ৮ নম্বর শর্ত কে অমান্য করে।
এরপর নিয়ম না থাকা সত্ত্বেও ভিডিও রিভিউ করা হয়। তারপর রেফারি, সহকারী রেফারি, কমিটি মাইকে ঘোষণা করে গোলের পক্ষে সিদ্ধান্ত দেন। এই প্রক্রিয়ায় আনুমানিক ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা মাঠে করায় এবং খেলাটি স্বাভাবিকভাবে চলতে থাকে। তখন স্কোর লাইন হয়, কোমরপুর বিজয় নিশান ক্লাব ১ মেহেরপুর বন্ধু একাদশ ০। এমতাবস্থায় খেলা শেষ বাসি বাজার আগ মুহূর্তে মেহেরপুর বন্ধু একাদশের সমর্থকরা লাইস ম্যানের উপর চড়াও হয় এবং পারমাণবিক শারীরিক নির্যাতন করে আহত করে যা বর্বরতার পরিচয় দেয়। যা উক্ত টাইয়ের ৯ নং শর্ত “খেলা চলাকালীন সময়ে খেলোয়াড় অথবা সমর্থকরা কোন বিশৃঙ্খলা করলে উত্তর টিমকে বাতিল বলে ঘোষণা করা হবে”। যা এই শর্তের সরাসরি লংঘন করে।
এরপর পুরো মাঠ ধরে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমতাবস্থায় খেলোয়াড়, রেফারি, সহকারি রেফারি, লাইসম্যান এবং সকল দর্শকের নিরাপত্তার স্বার্থে কমিটি মাইকে ঘোষণা করে আপনারা নিরাপদ স্থানে অবস্থান করুন এরপর আর মাঠে খেলা গড়ানো সম্ভব হয়নি। কমিটির আইন অনুযায়ী মেহেরপুর বন্ধু একাদশ ক্লাব টুর্নামেন্ট থেকে বরখাস্ত হওয়ার কথা এবং কোমরপুর বিজয় নিশান ক্লাব সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা রাখে।
তা সত্বেও কমিটি কোমরপুর বিজয় নিশান ক্লাবকে পুনরায় মেহেরপুর বন্ধু একাদশ ক্লাবের সাথে ম্যাচ খেলার প্রস্তাব দেয়। যা সম্পূর্ণ অযৌক্তিক এবং হাস্যকর। যা কোমরপুর বিজয় নিশান ক্লাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করে। পরবর্তীতে ১/৮/২৪ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি কোমরপুর বিজয় নিশান ক্লাবের কোন প্রতিনিধির উপস্থিত ছাড়াই একতরফা সিদ্ধান্তের মাধ্যমে কোমরপুর বিজয় নিশান ক্লাবকে বহিষ্কার করে, যা ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল কে লংঘন করে।
এই সম্পূর্ণ ঘটনা আমাদের জনপ্রশাসন মন্ত্রীর পিতা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের নামে ঘোষিত টুর্নামেন্টকে কুলুষিত ও কলঙ্কিত করে। যা সমগ্র মেহেরপুরবাসীর জন্য চরম লজ্জারও হতাশার। এমত অবস্থায় আমাদের এবং সমগ্র মেহেরপুরবাসীর অভিভাবক মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য, ফরহাদ হোসেন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যেন, যোগ্য দল হিসেবে কোমরপুর বিজয় নিশান ক্লাবকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করে উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলানো হয়।
সংবাদ সম্মেলনে মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ বল্টু, কমিটির সদস্য মাদার আলী, ফেরদৌস আলী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব, মফিজুর রহমান মফিজ, আরিফুল ইসলাম মিলন, সানোয়ার হোসেন সেন্টু, আনিসুর রহমান টিপু, আব্দুল মাবুদ, সাবেকিউবে সদস্য সানাউল হোসেন, আজিজুল ইসলাম, বিল্লাল হোসেন, তুয়াজ আলী, সোনা গাইন, আরিফুল ইসলাম মিঠু, ইউনুস আলী হাজী মোঃ আতিকুল্লাহ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।