ফেনসিডিল মামলায় শামীম মল্লিক (৪০) নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো ৬ মাসে কারাদন্ডদেশের আদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত শামীম মল্লিক মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।
আজ বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।
মামলার বিবরনে জানা গেছে ২০১৫ সালের ৩ আগস্ট বিকালে মুজিবনগর থানার এএসআই আবু তাহেরের নেতৃতে পুলিশের একটি টিম মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিল সহ শামীম মল্লিককে গ্রেপ্তার করেন।
ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং জি আর ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নং ৩০/২০১৫।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
স্বাক্ষীদের স্বাক্ষে শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসে কারাদন্ডদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল আলিম কৌশলী ছিলেন।